ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে বাস চাপায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৩, ৩ আগস্ট ২০২২ | আপডেট: ১২:৫৭, ৩ আগস্ট ২০২২

মেহেরপুরে বাস চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ আগস্ট) সকাল ১০ টার দিকে মেহেরপুর পুরাতন বাসস্ট্যন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই নারী এর আগে বেশ কয়েকবার মেহেরপুর শহরের কলেজ মোড়ে বাস ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছিলো। তবে স্থানীয়দের তৎপরতায় সে সময় বেঁচে গেলেও এবার শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত একটি বাসের নিচে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি