ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে মুদি মালামাল বহনকারী একটি ট্রলার নদীতে ডুবে গেছে। ট্রলারটিতে প্রায় কোটি টাকার মুদি পণ্য ছিল।

বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার সন্ন্যাসী বাজার সংলগ্ন নদীতে নোঙ্গর করা অবস্থায় এমভি বলেশ্বর নামের ট্রলারটি ডুবে যায়। 

ডুবে যাওয়া ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মামাল ছিল। এসব পন্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল। 

স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।  

ট্রলারের ম্যানেজার সান্টু মাঝি বলেন, “ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায় ট্রলারটি। এর এক পর্যায়ে কাত হয়ে ট্রলারটি ডুবে যায়।”

সন্নাসী পুলিশ ফাঁড়ির এসআই অনুপ কুমার বলেন, “হঠাৎ ডুবে যাওয়ায় বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মামালামাল উদ্ধারের কাজ চলছে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি