ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে ১৪ পলাতক আসামী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৪, ৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:৪৮, ৩ আগস্ট ২০২২

যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বুধবার রাত ও ভোরে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রহমত আলী, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, আমিনুর রহমান, তুহিন ইসলাম, মো. ইমরান, রফিকুল সরদার, আতিয়ার রহমান, সোহেল রানা, হাবিবুর রহমান, আমিন আউলিয়া, তাজউদ্দিন আহম্মেদ শরিফ, মোরশেদ আলী ও সাদেকুল ইসলাম।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোলের বিভিন্ন এলাকায় রাতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি