ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডার প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৯, ৩ আগস্ট ২০২২

করোনার চতুর্থ ঢেউ মোকাবেলায় ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডার ও মাস্কসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।

বুধবার জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার নাঈম মো. মিনহাজ কৌশিকের কাছে এসব উপকরণ সমূহ হস্তান্তর করেন। 

এসময় উপকরণের মধ্যে ছিল ১৪টি অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক সেট, এক হাজার মাস্ক এবং ২৫০টি সাবান। জেলা পরিষদের অর্থায়নে এসব উপকরণ সরবরাহ করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি