ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৪, ৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বাঘারপাড়ায় গরুর জন্য মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতরা হলেন, ওই গ্রামের মৃত খেলাফত মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৪২) ও রুহুল আমিন (৩৮)।

তৌহিদুলের ভায়রা-ভাই জিল্লুর রহমান জানান, রুহুল গরুর জন্য মেশিনে খড় কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার চিৎকার শুনে তৌহিদুল এগিয়ে যান। তিনি মনে করেন, মেশিনটি তার ভাইয়ের গায়ের ওপর পড়ে গেছে। মেশিন ধরে সরাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
 
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে রায়। কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি