ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে বজ্রপাতে নানা-নাতি নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে জমির শেখ (৭০) ও তার নাতি স্কুলছাত্র পাপ্পু হোসেন (১২) নিহত হয়েছেন। 

বুধবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ওইদিন বিকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা-নাতি মারা যায়। 

পাপ্পু চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। পাপ্পু তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো। তার বাবার বাড়ি পাশের ছোট চৌগ্রামে। 

নিহত জমির শেখের ছেলে শামিম হোসেন জানান, তার বাবা প্রতিদিনের মত বুধবার বিকালে জাল দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। সাথে তার আদরের নাতি পাপ্পু হোসেনকে নিয়ে যান। তারা বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পশ্চিম চৌগ্রাম বিলে যায় মাছ ধরতে। 

কিন্তু সন্ধ্যা পেড়িয়ে রাতের অন্ধকার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় খোজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে বুধবার রাত ১০টার দিকে চৌগ্রাম পশ্চিম বিল এলাকায় পানির মধ্যে ভাসমান অবস্থায় নানা-নাতির মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান শামিম হোসেন।

স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি