ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নাটোরে শিক্ষককে মারধর, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ৪ আগস্ট ২০২২

ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু

ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু

নাটোরের হয়বতপুর গোলাম ইয়াছিনিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসার ইংরেজী বিভাগের শিক্ষক জাফর বরকতকে মারধরের মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩ আগস্ট) রাতে নাটোর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে ভুক্তভুগি শিক্ষক জাফর বরকত বাদি হয়ে বুধবার রাতে লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু, তার ছেলে জয়সহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করে।

এদিকে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বৃহস্পতিবার সকাল থেকে মাদ্রাসা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদ্রাসায় নিয়মিত ক্লাস চালু রাখা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসার ম্যানেজিং কমিটি পরিবর্তন করার দাবি নিয়ে চেয়ারম্যান নুরুজ্জামান কালু ও তার ছেলে জয়সহ প্রায় ১৫ জনের একটি দল বুধবার সকালে হয়বতপুর গোলাম ইয়াছিনিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষকে খুজতে থাকেন। অধ্যক্ষকে না পেয়ে শিক্ষকদের গালাগালি করতে থাকেন।

এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাফর বরকততের কক্ষে ঢুকে তার সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে তারা জাফর বরকতের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। হামলাকারীরা ওই শিক্ষককে টেনে হেঁচরে বাহিরে বের করে আনেন এবং টানতে টানতে মাদ্রাসার পাশে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আটকে রাখেন। সেখানেও ওই শিক্ষককে নির্যাতন করা হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক জাফর বরকতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ শিক্ষককে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি