ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভোলায় বিএনপির হরতালে শক্ত অবস্থানে পুলিশ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৭, ৪ আগস্ট ২০২২

খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে ভোলায় হরতাল পালন করছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করছেন বিএনপি নেতাকর্মীরা।

হরতাল সামনে রেখে শহর জুড়ে মোতায়েন রয়েছে বিপুল পুলিশ। বেলা ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার সকাল থেকে শহরে রিক্সা, অটোরিক্সাসহ চলাচল করলেও অন্যান্য যানবাহন বন্ধ রয়েছে। ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যায় অনেক কম।

সড়কে কোনো পিকেটিং দেখা যায়নি। তবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে।

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় লাইভ সার্পোটে থাকা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।

এদিকে, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ভোলায় অবস্থান করছেন। তারা দুপুরে বিএনপি দলীয় কার্যালয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

এএইচ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি