ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অস্ত্র মামলায় সাত খুনের আসামি নূর হোসেনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩২, ৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। দুপুরে তাকে আদালতে তোলা হলে অস্ত্র মামলায় রায় ঘোষণা করে আদালত। রায়ে নুর হোসেনকে দুটি ধারায় আলাদাভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন সুইট জানান, ২০১৪ সালে ১৫ মে দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নূর হোসেনের স্টোর রুম থেকে একটি রিভালভার, ৮ রাউন্ড গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পরদিন সিদ্ধিরগঞ্জচ থানায় অস্ত্র আইনে মামলা হয়। 

মামলাটি তদন্ত শেষে ওই বছরেই প্রতিবেদন দাখিল করে পুলিশ। 

৪ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আজ আসামি নূর হোসেনকে দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি