ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই প্রত্যাহার করল বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ৪ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:৫৫, ৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আধাবেলা পালনের পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জনগণ বিএনপির হরতাল সমর্থন করে সফল করেছেন। তবে আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করছি।”

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল জেলা বিএনপি। 

বেলা ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে শহরে রিক্সা, অটোরিক্সাসহ চলাচল করলেও অন্যান্য যানবাহন বন্ধ রয়েছে। ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যায় অনেক কম।

সড়কে কোনো পিকেটিং দেখা যায়নি। তবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি