নারী অধিকার জোটঃ নোয়াখালীতে ৭ মাসে ৩০ ধর্ষণ, হত্যা ১২
প্রকাশিত : ১৫:১৬, ৪ আগস্ট ২০২২
‘নারীর প্রতি সহিংসতা রুখে দাও’ এ স্লোগানে নোয়াখালীতে সাম্প্রতিক নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রতিবেদন প্রকাশ করেছে জেলা নারী অধিকার জোট নোয়াখালী।
সংগঠনটির প্রকাশিত তথ্য অনুযায়ি, এ বছরের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত জেলায় ৩০টি ধর্ষণ, ধর্ষণের পর ৭টি হত্যা, যৌতুকের জন্য নির্যাতন ৭টি, অপহরণ ৩ ও বিভিন্ন ঘটনায় ১২ জন হত্যার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ বছরের প্রথম থেকে জুলাই অবদি (৭ মাসে) ঘটে যাওয়া নারীর নির্যাতনের চিত্র তুলে ধরেন নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক লায়লা পারভিন।
এ সময় নারী নির্যাতন ও প্রতিরোধ বিষয়ে আরও বক্তব্য রাখেন জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, অ্যাডভোকেট কল্পনা রানী, মনোয়ারা বেগম মিনু ও ফরজানা তিথি প্রমুখ।
বক্তারা নোয়াখালী জেলায় সাম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতনসহ সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতনের শিকার নারীদের সুবিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবিও জানান।
আরএমএ/এএইচ
আরও পড়ুন