ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জেলেদের জালে আটকে পড়ে মারা যাচ্ছে জেলিফিশ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ৪ আগস্ট ২০২২

বঙ্গোপসাগরে জেলেদের জালে আটকে পড়ে ও পানিতে ভেসে তীরে এসে মারা যাচ্ছে জেলিফিশ। আর জেলিফিশগুলো পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে সৈকতে।

বেশকিছু দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের সঙ্গে ভেসে আসছে অসংখ্য মরা জেলিফিশ। সৈকতের বিভিন্ন পয়েন্টে অসংখ্য মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। 

এসব জেলিফিশের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড়। দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কি কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছেন না।

এ প্রসঙ্গে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন কর্মকর্তা আবু সাইয়েদ মো: শরীফ বলেন, “জেলিফিশ সাধারণত শীতকালে মারা যায় এবং মৃত অবস্থায় সাগর উপকূলে ভেসে আসে। বেশকিছু দিন ধরে আমরা সাগরে ভেসে আসা জেলিফিশগুলো পরীক্ষা করে দেখেছি, এসব জেলিফিশ জেলের জালে আটকা পড়ে মারা যাচ্ছে। এতদিন সাগরে মাছ ধরা বন্ধ ছিল, এখন মাছ ধরা শুরু হওয়ায় জেলেদের জালে আটকা পড়ছে।”

তিনি আরও বলেন, “জেলিফিশ যেহেতু কম সাঁতার কাটতে জানে, সেহেতু জোয়ারের পানিতে ভেসে এসে সাগর পাড়ে বালুচরে আটকে মারা যাচ্ছে। তবে সাগরে পরিবেশ বিপর্যয়ের মত কিছুই হয়নি।”

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান জেলেদের বলেন, “এই সময়ে মাছগুলো মরার কোন সিজন নয়। হয়তোবা জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছে। পরে জেলেরা মাছগুলো ফেলে দেয়ায় মরা মাছ সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।”

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা, সায়মনবিচ ও দরিয়া নগর পয়েন্টসহ হিমছড়ি পর্যন্ত দীর্ঘ ৫০ কিলোমিটারের একাধিক পয়েন্টে অসংখ্য মরা জেলিফিশ ভেসে এসে আটকা পড়েছে। আর জেলিফিশগুলো পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে সৈকতে। তাতে বিপাকে পড়েছেন পর্যটকরা।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি