ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মোংলায় ড্রেজারে ডাকাতি, ৯৯৯ নম্বরের কলে আটক ১

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৩, ৪ আগস্ট ২০২২

মোংলা ঘাষিয়াখালী নৌ-ক্যানেল খননের ড্রেজারে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। স্টাফদের ওপর হামলা চালিয়ে ড্রেজারে থাকা ১৫শ’ লিটার ডিজেল, ৮ ড্রাম রং, একটি পাম্প মোটর, ১৬ কেজি গ্রিজ ও ১০ বস্তা নাট বোল্টু লুট করে নেয় ডাকাতরা। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৪টায় ‘এম রহমান’ ড্রেজারে এই ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাত দলের হামলায় ড্রেজারের মোঃ জাহিদুল কবির (৩৫), লোকমান হোসেন (৩৮) ও রিপন শেখ (২৮) গুরুতর আহত হয়েছেন। এম রহমান ড্রেজারের ম্যানেজার গোপিনাথ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সাহায্য চান ওই ড্রেজারের সিনিয়র টেকনিশিয়ান মোঃ নিজাম। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোংলা নৌ পুলিশের একটি দল। ধাওয়া করে মোঃ রাসেল (২৫) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে নৌ পুলিশ।

গ্রেফতার রাসলের বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের চিনির ব্রিজ এলাকায় বলে জানা গেছে। 

মোংলা নৌ পুলিশের ইনচার্জ শিশির ঘোষ বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে প্রথমে ড্রেজারে ডাকাতির ঘটনা জানতে পারি। পরে সেখানে পৌঁছে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকি আটজন ডাকাতির মালামাল ফেলে পালিয়ে যায় বলে দাবি করেন তিনি। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান শিশির ঘোষ।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি