ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে ইয়াবা ও সহযোগীসহ ছাত্রলীগ নেতা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৫, ৪ আগস্ট ২০২২ | আপডেট: ১৯:১৯, ৪ আগস্ট ২০২২

ছাত্রলীগ নেতা লোকমান হোসেন

ছাত্রলীগ নেতা লোকমান হোসেন

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫) ও তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাব-১৩। তাদেরকে কুড়িগ্রাম জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নজরমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ১৯৪ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। 

পরে রাতেই র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত লোকমান হোসেন (২৫) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটিতে আছেন। 

আর তার সহযোগী মামুন পোদ্দার (২২) একই ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও মামলাসূত্রে জানা গেছে, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায় র‌্যাব-১৩, রংপুরের একটি বিশেষ টিম। এসময় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫) ও তার সহযোগী একই ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে মামুন পোদ্দারকে (২২) ১৯৪ পিস ইয়াবাসহ আটক করেছেন।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনকে কুড়িগ্রাম জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি