ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শেরপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩০, ৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

শেরপুরে ভেকু মেশিন দিয়ে খনন করা গর্তে জমা পানিতে ডুবে সাজু মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর গ্রামের কড়ইতলি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু সাজু মিয়া ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, বাড়ীর পাশে হিটলার নামে এক ব্যক্তির খনন করা ওই গর্তের নিকট খেলা করার সময় আকস্মিকভাবে গর্তের পানিতে পড়ে ডুবে যায়। এসময় প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি