ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

বরগুনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১, ৫ আগস্ট ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরগুনায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫আগস্ট) সকাল ৯টায় কালেক্টরেট ভবনের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং তাদের সহকর্মী বৃন্দ।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্নজয়ন্তী সম্মেলন কক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদি হাসান, বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন এবং শেখ কামালের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি