রাবি ভর্তি জালিয়াতি, ছাত্রলীগ নেতা তন্ময় বহিষ্কার
প্রকাশিত : ১১:২৬, ৫ আগস্ট ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি জালিয়াতির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক আহমেদ তন্ময়কে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো: মুশফিক তাহমিদ তন্ময় (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালেয়ে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা চার জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলো ভ্রামমাণ আদালত। এদের মধ্যে রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের বায়োজিদ খান নামে এক শিক্ষার্থীও ছিলো। আটকের পর জিজ্ঞাসাবাদে বায়োজিদ শিকার করে সে তন্ময়ের নির্দেশে সে প্রক্সি দিতে এসেছিলো।
মুশফিক তাহমিদ তন্ময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। প্রক্সির দায়ে দণ্ডপ্রাপ্ত বায়োজিদ ও তন্ময় দুইজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। এর আগেও তার বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠে।
এসবি/
আরও পড়ুন