ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোনা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০০, ৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নেত্রকোনা জেলার দুর্গাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়। তবে এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (৫ আগষ্ট) সকালে বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ৩নং দুর্গাপুর  ইউনিয়নে অবস্থিত বারমারি বিওপি থেকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪  সদস্যের একটি টহল দল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া  নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১১৬৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে উত্তরবারমারী  এলাকা থেকে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় কেজি এফ টু ২১৬ পিস ভারতীয় শাড়ি এবং ৫৩ পিস মিক্স মাসালা   শাড়ি ও ২৮৫টি লেহেঙ্গা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ২৬ হাজার টাকা।

জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি