ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ আটক ২ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৭, ৫ আগস্ট ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কার্ভাডভ্যান ভর্তি ৯০২ পিস ভারতীয় শাড়িসহ কার্ভাডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃত কার্ভাডভ্যান চালক গাজিপুরের টঙ্গীর লোকমান হোসেনের ছেলে মাহবুব হোসেন(২৮) ও হেলপার একই এলাকার মৃত আব্বাস তালুকদারের ছেলে আল-আমিন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে আশুগঞ্জ টোলপ্লাজায় তল্লাশী চৌকি স্থাপন করে। পরে তল্লাশী চালিয়ে ভারতীয় শাড়ি কার্ভাডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার এসআই মুফিজুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল ও আটককৃত চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি