ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পর্যটন শিল্পকে বাঁচাতে শ্রীমঙ্গলে বাইক রাইড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫১, ৬ আগস্ট ২০২২

বাইকিং কমিউনিটির উদ্যোগে মাদকমুক্ত সমাজ ও পর্যটন শিল্পকে বাঁচাতে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ঢাকার ৭৮ জন বাইকার শ্রীমঙ্গলের পর্যটন স্পর্টগুলোতে বাইক রাইড করেছেন।

শুক্রবার বিকাল থেকে তারা শ্রীমঙ্গল কালীঘাট, রাজঘাট ও সিন্দুরখান ইউনিয়নের প্রাকৃতিক স্পর্টগুলোতে রাইড করেন।

সিলেট বাইকিং কমিউনিটির উপদেষ্টা সুলায়মান পাটুয়ারী জানান, বাইকারদের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও ঝিমিয়ে পড়া পর্যটন শিল্পকে আবার চাঙ্গা করতে তাদের এই ব্যতিক্রম আয়োজন। 

এ সময় জনসাধারণকে সেফটি মেনে বাইক রাইড, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও যুব সমাজকে ভ্রমণে উৎসাহিত করার প্রয়াস হিসেবে বিভিন্ন স্পর্টে দাঁড়িয়ে স্থানীয়দের উদ্দেশ্যে কথা বলেন তারা।

সিলেট বাইকিং কমিউনিটির প্রধান সমন্বয়ক সাহিদ জামান জানান, সিলেট, সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ একটি পর্যটন এলাকা। এবারের বন্যার কারণে এসব এলাকার প্রতি পর্যটকদের মননে বন্যার প্রাদুর্ভাবের বিষয়টি বিদ্যমান। এর অবসান করে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে মূলত এ রাইডের উদ্যোগ নেওয়া।

তিনি আরও জানান, তাদের এই কমিউনিটির মাধ্যমে সাড়াদেশের বাইকাররা সিলেটের বন্যা পরিস্থিতিতে প্রায় ১ কোটি টাকার ত্রাণ সামগ্রি বিতরণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি