ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইকোপার্ক স্থাপনের প্রতিবাদে ভালুকায় ঝাড়ু মিছিল 

ভালুকা সংবাদদাতা

প্রকাশিত : ১০:০২, ৬ আগস্ট ২০২২

শিল্পাঞ্চল খ্যাত ময়মনসিংহে পূর্বপুরুদের বসতভিটায় ইকোপার্ক স্থাপনের প্রতিবাদে ভালুকার হবিরবাড়ীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শুকবার (৫ আগস্ট) বিকালে বিক্ষুব্ধ নারী পুরুষ ঝাড়ু মিছিল নিয়ে সড়ক অবরোধ করে ইকোপার্ক স্থাপনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

এই সময় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে শত-শত যানবাহন আটকা পরে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো; কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর সহযোগিতায় বিক্ষোভকারীদের শান্ত করার পর সন্ধ্যায় অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

বিক্ষুব্ধরা বাপ-দাদার ভিটায় ইকোপার্ক স্থাপন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আবারও মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারী দেন তারা। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ রিপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ নিপুন, হবিরবাড়ি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি