ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বাসে নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:১০, ৭ আগস্ট ২০২২

গাজীপুরে তাকওয়া পরিবহনের এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ সময় অভিযুক্তরা তারা ঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে আদালতে। 

গণধর্ষণের শিকার হওয়া ভিকটিম গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনায় শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
 
পুলিশ জানায়, নওগাঁ থেকে আগত গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে ভিকটিম তার স্বামীর সঙ্গে তাকওয়া পরিবহনের বাসে চড়ে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। বাসটি চান্দনা চৌরাস্তা পৌঁছলে অপর একটি তাকওয়া পরিবহনের আরো কয়েকজন পরিবহন শ্রমিক ভিকটিমের বহনকারী তাকওয়া পরিবহনে ওঠেন। পথে রাজেন্দ্রপুরে অন্য যাত্রীরা নেমে গেলে বাসে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্য শুধু ওই ব্যক্তি ও তার স্বামী থাকে। এক পর্যায়ে ভিক্টিমের স্বামীকে বেধে রেখে পরিবহন
শ্রমিকরা দলবেঁধে তাকে ধর্ষণ করে। 

এ সময় ভিকটিমের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, টাকা পয়সা ইত্যাদি ছিনিয়ে নেয়।

এ বিষয়ে ভিকটিম থানায় অভিযোগ করলে দ্রুত সময়ের মধ্যে জেলা পুলিশ বাসটি জব্দ করে। এ ঘটনায় আজ বিকেলে গাজীপুর পুলিশ সুপার কার্যালয় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানান, পুলিশ দ্রুত এ অভিযান করে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি