ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করে যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ৭ আগস্ট ২০২২

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম সোহরাব হোসেন মাহি (২০)। আটককৃত যুবক সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে পিস্তল হাতে একটি ছবি পোস্ট করেছিল।

রোববার দুপুরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃত সোহরাব হোসেন মাহি পরকোট ইউনিয়নের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির সামছুল আলম মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডির স্টোরিতে পিস্তল হাতে একটি ছবি শেয়ার করে মাহি। ছবিটি নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের নজরে আসে। শনিবার রাতে পুলিশ দক্ষিণ রামদেবপুর গ্রামের অভিযান চালিয়ে মাহিকে আটক করে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, মাহিকে জিজ্ঞাসাবাদে সে উল্টা পাল্টা তথ্য দিতে থাকে। নিজের মোবাইল হারিয়ে গেছে আবার তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে মর্মে এলোমেলো কথা বলে। তার বক্তব্যে অসংলগ্ন ও সন্দেহজনক এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোন সঠিক তথ্য দিতে পারেনি। তার বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি