ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাল্যবিয়ে বন্ধ, কনের নানাকে ১ মাসের কারাদণ্ড

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৩, ৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে বাল্যবিয়ে বন্ধ করলো উপজেলা প্রশাসন। বাল্যবিয়ে সহযোগিতা করায় কনের নানাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। 

উপজেলা প্রশাসনের উপস্থিতি বুঝতে পেয়ে বর পক্ষ কৌশলে পালিয়ে যায়। এসময় কনের নানাকে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৫(৩) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 

বিয়ের কনে বোয়ালিয়া মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী, তার বয়স (১৪)। কনের বাবা, মা জীবিকা নির্বাহের তাগিদে ভারতে থাকেন। মেয়ে নানার বাড়িতে থেকে লেখাপড়া করেছিলেন। 

নানা আমিনুর রহমান (৬০) অভিভাবক হিসেবে বিয়ের আয়োজন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, থানার পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি