ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট বোর্ডের সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ৮ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:৩৩, ৮ আগস্ট ২০২২

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট বোর্ড অফ ট্রাস্টিদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভায় ‘সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট’ গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন। সভায় ৭৭ সদস্য বোর্ডের অধিকাংশই উপস্হিত ছিলেন।

অনেক সদস্য বিদেশ এবং ঢাকা হতে অনলাইন জুম এর মাধ্যমে সভায় অংশ গ্রহণ করেন।

এই সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট ‘সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট’ গঠন করা হয়। এতে চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, নির্বাহী পরিচালক লায়ন মো.গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান হাজী মো.ইউসুফ শাহ্, ট্রেজারার-খোরশেদ আলমের নাম ঘোষণা করা হয়।

এছাড়া নির্বাহী নির্বাহী সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. মো.ফসিউল আলম, বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মেজবাউল আলম লাভলু, মো. আরিফুর রহমান, প্রফেসর একেএম তফজল হক, মীর্জা মো. আকবর আলী চৌধুরী, এস.এম রেজাউল, করিম বাহার, ননী গোপাল দেব নাথ, মো. বেলাল হোসেন, মো.শাহজাহান ও নাছির উদ্দিন মানিক।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো.শাহাদাত হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মনিরুল ইসলাম বাবুল।

‘সীতাকুণ্ড ডায়াবেটিস ও জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠার লক্ষে সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের প্রথম ও ২য় তলা ভাড়া নেয়া হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি