ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বর্ষা এলেই নতুন করে ভাঙছে পাহাড়, আতঙ্কে মানুষ (ভিডিও)

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ৮ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:০৬, ৮ আগস্ট ২০২২

স্মরণকালের ভয়াবহ পাহাড়ধসের পাঁচ বছর পরও শুকায়নি রাঙামটির সড়কগুলোর ক্ষত। বর্ষা এলেই নতুন করে ভাঙছে বিভিন্ন অংশ। ২৪৯ কোটি টাকার সংস্কার প্রকল্প পড়ে আছে মুখথুবড়ে। 

২০১৭ সালে ১৭ জুনে পাহাড়ধসে প্রাণ হারান পাঁচ সেনা সদস্যসহ ১২০ জন। 

চট্টগ্রাম-রাঙামাটি, রাঙামাটি-বান্দরবান এবং রাঙামাটি-খাগড়াছড়ি সড়কসহ বিভিন্ন স্থান ধসে বিধ্বস্ত হয় জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা।

পরে ১৫৩টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে সংস্কার প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। টেন্ডার প্রক্রিয়া শেষে ২০২০ এ শুরু হলেও খুঁড়িয়ে চলছে কাজ।

এখনও সংস্কার শেষ না হওয়ায় ঝুঁকিতে রাস্তার পাশে বসবাসকারীরা। বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে স্থানীয়দের।

স্থানীয়রা জানান, হঠাৎ করে ভেঙ্গে পড়লে ঘরবাড়ি সব শেষ হয়ে যাবে। সড়কগুলোতে কাজ করছে তো করছে না, এই অবস্থাই চলছে। ঝুঁকি থেকেই যাচ্ছে।”

ধীরগতির নানা অজুহাত দেখিয়ে ঠিকাদারের প্রতিশ্রুতি, দ্রুতই শেষ হবে প্রকল্পের কাজ। 

ঠিকাদার মনসুর আলী বলেন, “যে কাজটা পেয়েছি, তার ৬০ শতাংশ শেষ হয়েছে। সরকার যে সময় বাড়িয়ে দিয়েছে তার মধ্যে বাকি ৪০ শতাংশ শেষ করা হবে।”

সংস্কারকাজে ধীরগতি আর মৃত্যুঝুঁকির কথা জানেন কর্তৃপক্ষ। দিলেন আশ্বাসও। 

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নুর সালেহীন বলেন, “পাহাড়ধ্বসের জন্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে যায় তার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন করে ঝুঁকিপূর্ণ অংশের ভাঙন রোধের আহবান রাঙামাটিবাসীর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি