ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বরগুনায় সেলাই মেশিন বিতরণ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ৮ আগস্ট ২০২২

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ এবং অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, সিভিল সার্জন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি