ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে ৮৩ লাখ টাকার মাদক ধ্বংস

ময়মনসিংহ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৬, ৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ময়মনসিংহে ৮৩ লাখ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বিজিবি। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা।

সোমবার (৮ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিজিবি জেলা মাল্টিপারপাস সেড সংলগ্ন মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। 

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মো. মাহমুদুর রহমান, লে. কর্ণেল মো. তৌহিদ মাহমুদ, মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন, ব্যাটালিয়নের সকল কর্মকর্তা, আরও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. হাফিজুর রহমান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমসহ প্রমুখ।

এ বিষয়ে কর্নেল মো. মাহমুদুর রহমান জানান, গত কয়েক বছরে ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৮৩ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়। সেই মাদক ধ্বংস করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি