ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মোংলায় টানা বৃষ্টিপাত, বন্দরের কার্যক্রম ব্যাহত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৭, ৯ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:৩৪, ৯ আগস্ট ২০২২

বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে মোংলায় মঙ্গলবার ভোররাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। সাথে মৃদু বাতাসও বইছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সূত্র জানায়, মঙ্গলবার (৯ আগস্ট) টানা বৃষ্টিতে বন্দরে অবস্থানরত কয়লা, মেশিনারি, ক্লিংকার ও গ্যাসসহ পণ্যবাহী ৯টি জাহাজে পণ্য খালাস-বোঝাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে সিমেন্টের ক্লিংকার জাহাজে। সেখানে বৃষ্টির কারণে খালাস কাজ এক প্রকার বন্ধ রয়েছে।

এদিকে, লঘুচাপের প্রভাবে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা-ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে সুন্দরবন বিভাগ। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন মঙ্গলবার বলেন, লঘুচাপের কারণে সুন্দরবনে
স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াইফুট পর্যন্ত পানি বেড়েছে। সতর্ক সংকেতের ফলে বঙ্গোপসাগর সংলগ্ন দুবলা, আলোরকোল ও ভেদাখালীর খালে ৫০ থেকে ৬০টি জেলে ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি