ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুগন্ধা নদী থেকে ক্ষতবিক্ষত গলিত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ঝালকাঠির স্টিমারঘাট এলাকার সুগন্ধা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ক্ষতবিক্ষত ও গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র ঘোষ।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে লিসান ও মানিক নামের দুই জেলে প্রথমে লাশটি দেখতে পান।

এ প্রসঙ্গে জেলে মানিক জানান, রকেট ঘাটের পাশে মাছ ধরার ঝাউয়ের কাছে গন্ধ পেলে তারপর টর্চ লাইট জ্বালিয়ে একটি গলিত লাশ দেখতে পাই। এই খবর থানা পুলিশকে জানালে তারা এসে নদী থেকে লাশ তুলে থানায় নিয়ে যায়।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, লাশের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে লাশটি ১৫ দিনের অধিক সময় পানিতে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর পরনে একটি লুঙ্গি রয়েছে, এ থেকে বোঝা যাচ্ছে এটি কোনো পুরুষের লাশ।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি