ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত ৩ যাত্রী আহত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত : ১৪:৪৫, ৯ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:৫০, ৯ আগস্ট ২০২২

মিরসরাইয়ে চলন্ত ট্রাকের পেছনে গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসচালক আলী হোসেন (৫৫) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের ৩ যাত্রী।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলার পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত বাসচালক আলী হোসেন কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন তরুকুল আলম (৩০), রজু মিয়া (৪৫) ও মো. তৈমুল খান। তারা বাসের যাত্রী।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে মিরসরাই পেট্রলপাম্প এলাকায় গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। এ দুর্ঘটনায় আহত তিন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, “আটকে পড়া চালককে বাসের কিছু অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।”

এ বিষয়ে দুর্ঘটনাস্থলে যাওয়া জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আলম জানান, নিহত চালকের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি