ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ক্যাসিনো সম্রাট সাগরসহ ৪ জুয়ারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ৯ আগস্ট ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্যাসিনো খেলার সময় ক্যাসিনো সম্রাট সাগরসহ ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে তাদের সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উধুনিয়া বিলে নৌকায় ভ্রাম্যমাণ ক্যাসিনো খেলার সময় তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা সবাই উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, আটককৃতরা বর্ষা মৌসুমে চলনবিলে নৌকায় ভ্রাম্যমাণ জুয়ার পসড়া বসিয়ে লাখ লাখ টাকার জুয়া খেলা পরিচালনা করে আসছিল। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা এবং খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি