ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৯, ৯ আগস্ট ২০২২ | আপডেট: ২০:১৩, ৯ আগস্ট ২০২২

ছুটিতে বাড়িতে এসে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জে রিয়ান বাবু (২১) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই আবু বকর সিদ্দিক গুরুতর আহত হয়েছেন। আহত আবু বকর সিদ্দিককে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য রিয়ান বাবু সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পলাশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করীম বলেন, রিয়ান বাবু যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। সোমবার (৮ আগষ্ট) তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। মঙ্গলবার সকালে চাচাতো ভাই আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পিপুলবাড়িয়া বাজারে ঘুরতে আসছিলেন। তিনি পিপুলবাড়িয়া বাজার সংলগ্ন শ্যামপুর সেতু এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সেনা সদস্য রিয়ান বাবু ও তার চাচাতো ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক রিয়ান বাবুকে মৃত ঘোষণা করেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি