উল্লাপাড়ায় ফুলজোড় নদীর সড়ক সেতুতে ৩০ গ্রামের স্বস্তি (ভিডিও)
প্রকাশিত : ১২:১৪, ১০ আগস্ট ২০২২ | আপডেট: ১২:১৫, ১০ আগস্ট ২০২২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে নবনির্মিত বড়হর সেতুতে দুর্ভোগ লাঘবের পথে ৩০ গ্রামের মানুষ। এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে ২৯৪ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার চওড়া সেতুটি।
এ অঞ্চলের অন্তত ৭০-৮০ হাজার মানুষের নির্বিঘ্ন যাতায়াতে বাধা ছিল ফুলজোড় নদী। নানা দুর্ভোগে সারা বছর নৌকায় পারাপার করতে হতো তাদের।
প্রধানমন্ত্রীর ‘পল্লীসড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় ৪০ কোটি ৪১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেতুটি। দু’পাশের সংযোগ সড়কে কার্পেটিংয়ের কাজও শেষ পর্যায়ে।
আগে সিরাজগঞ্জ জেলা শহর, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলা সদরের সাথে যোগাযোগে অনেক রাস্তা ঘুরতে হতো। সেতুতে সাশ্রয় হবে সময় ও অর্থ, বলছেন স্থানীয়রা।
শিগগিরই সেতুটি উন্মুক্ত হচ্ছে জানিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, চলতি আগস্ট মাসের মধ্যেই সেতুটির কাজ সমাপ্ত হবে।
গ্রামীণ যোগাযোগ নির্বিঘ্নে, সিরাজগঞ্জে একযুগে সাড়ে ১২শ কিলোমিটার নতুন রাস্তা ও ২৪ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করেছে এলজিইডি।
এমএম/
আরও পড়ুন