বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ১১ জেলে
প্রকাশিত : ১৩:০০, ১০ আগস্ট ২০২২
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এফবি নিশান ডুবির ঘটনা ঘটেছে। পাশ্ববর্তী একটি ট্রলারের মাধ্যমে ডুবে যাওয়া ট্রলারের ৪ জেলেকে উদ্ধার করতে পারলেও এখনও (বুধবার বেলা ১১টা) পযর্ন্ত নিখোঁজ রয়েছে আরও ১১ জেলে।
মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে বঙ্গোপসাগরের মইডুবি এলাকার সাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। জীবিত উদ্ধার হওয়া জেলেরা মঙ্গলবার সন্ধ্যায় ঘাটে ফিরে আসলে ট্রলার ডুবির বিষয়টি জানতে পারে কর্তৃপক্ষ।
নিখোঁজ জেলেরা হচ্ছে- শরিফ (১), শরিফ (২), সোহেল (১), সোহেল (২), আলকাছ, আফসার, আলতাফ, লিটন, খায়ের, হেলাল ও ফরহাদ। তাদের সবার বাড়ি হাতিয়ার বয়ারচর এবং জাহাজমারা ইউনিয়নে।
ট্রলার মালিক মো. নিশান জানান, গত ৫ দিন পূর্বে মাঝিসহ ১৫ জেলে সাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরের মইডুবি এলাকায় জাল ফেলে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এসময় অপর একটি মাছ ধরার ট্রলার তাৎক্ষণিক চারজনকে উদ্ধার করতে পারলেও ১১জন জেলে নিখোঁজ হয়।
আরএমএ
আরও পড়ুন