ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেইট ভেঙে প্রাণ গেল শিক্ষার্থীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ১০ আগস্ট ২০২২

খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেইট ভেঙে প্রাক-প্রাথমিক শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সদর উপজেলার খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল ৯টার দিকে শিশুটি মারা যায় বলে খাগড়াছড়ি থানার ওসি মো. আরিফুর রহমান জানান।

নিহত শ্রাবণ দেওয়ান (৬) খাগড়াছড়ি পৌরসভার নারায়ণ খাইয়া এলাকার প্রণয় দেওয়ানের ছেলে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সকালে শ্রাবণ তার মায়ের সঙ্গে স্কুলে যায়। ভেতরে ঢোকার সময় হঠাৎ করে গেইট ভেঙে তার গায়ের ওপর পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মো. আরিফুর রহমান।

তবে গেইট ভেঙে পড়ার কারণ এখনও কেউ বলতে পারেননি। স্থানীয় লোকজন ধারণা করছেন, গেইটটি দুর্বল ছিল।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি