ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রেম প্রস্তাব প্রত্যাখানে স্কুলছাত্রীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ডের রায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ১০ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:১৪, ১০ আগস্ট ২০২২

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শোলাকুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

বুধবার (১০ আগস্ট) আসামির উপস্থিতিতে এ আদেশ দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির। 

দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার (২২) শোলাকুড়া গ্রামের মঙ্গল সরকারের ছেলে।

আদালত জানায়, শোলাকুড়া গ্রামের পবিত্র সরকারের মেয়ে নবম শ্রেণীতে পড়ুয়া পুজা সরকার (১৪)কে বখাটে সঞ্জয় প্রায়ই উত্যক্ত করতো। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হলে ২০২১ সালের ৩ মে সকালে বাড়িয়ে দিয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে পুজাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় সে। 

এরপর পুজার বাবা পবিত্র সরকার বাদী হয়ে থানায় তার নামে একটি মামলা দায়ের করলে আদালত তদন্ত শেষে চার্জশিট দেয়। 

পরে ১৩ জনের সাক্ষী গ্রহণ শেষে আজ বুধবার সঞ্জয় সরকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। 

রাষ্ট্রপক্ষে মামলার শুনানী করেন পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি