ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রায়পুরায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, দুই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ১০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নরসিংদীর রায়পুরায় মো: নাঈম নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।

গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিন আফসু মেকারের ছেলে মো: সবুজ মিয়া (৩৬) ও একই এলাকার মৃত সুলতান মোল্লার ছেলে মোঃ মানিক মোল্লা (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, মোটরসাইকেল পার্কিং করা নিয়ে ঝগড়ার জেরে গত ৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রায়পুরা পূর্বপাড়া এলাকার একটি দোকানের সামনে ব্যবসায়ী নাঈম মিয়াকে হত্যার উদ্দেশ্য প্রকাশ্যে দুই রাউন্ড গুলি করে সন্ত্রাসী সবুজ মিয়া। সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী নাঈম মিয়া বাদী হয়ে সবুজ মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন। 

পরে গোপন তথ্যের ভিত্তিতে আসামি সবুজকে গ্রেপ্তারে মঙ্গলবার রাতে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় রায়পুরা থানার নীলকুঠি এলাকা থেকে সবুজ মিয়াকে তার ব্যবহৃত অবৈধ পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত সবুজের দেওয়া তথ্য মতে ওই রাতেই অস্ত্র ও গুলি সরবরাহকারী মানিক মোল্লাকে তার নিজ বাসার সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি