ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৭, ১০ আগস্ট ২০২২

ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে তারাহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা গিয়ে এক যুবক নিহত হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বুধবার সকালে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। 

ট্রেনে কাটা গিয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে থামার আগেই ওই যুবক চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ভেতর ঢুকে যায় এবং কাটা পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে লাইন থেকে লাশ উদ্ধার করে। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
কেআই//  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি