ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কলেজ শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে অফিস সহকারী আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৯, ১০ আগস্ট ২০২২

নাটোরের সিংড়ায় একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একই কলেজের অফিস সহকারী আব্দুল খালেক (৫৮)কে আটক করেছে পুলিশ। 

বুধবার (১০ আগস্ট) দুপুরে আব্দুল খালেককে আটক করা হয়। 

আটক আব্দুল খালেক উপজেলার চামারী ডিগি কলেজের অফিস সহকারী ও হাসিঘাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছাদ্দিকুর রহমান জানান, বুধবার বেলা ১১টার দিকে একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী লাইব্রেরি রুমে গেলে অফিস সহকারী আব্দুল খালেক তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।  এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত খালেককে আটক করে রাখে। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ এলাকাবাসী আব্দুল খালেকের শাস্তির দাবিতে  কলেজ এলাকায় বিক্ষোভ করে। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল খালেক আটক করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে যথার্থ ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি