ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের তিন ঘন্টা পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০১, ১১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে নিখোঁজের তিন ঘন্টা পর রনি (১২) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

বুধবার দুপুরে জয়পাড়া খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।

রনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মৃত সিরাজ খানের ছেলে। পাঁচদিন আগে দোহারের বৌবাজার এলাকায় চাচার বাড়িতে বেড়াতে আসে সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বৌবাজার টানা ব্রিজের নিচে খালের পানিতে স্থানীয় বন্ধুদের সাথে গোসল করতে নামে রনি। এসময় বন্ধুদের সাথে ব্রিজে উঠে নদীতে লাফ দেয় রনি। সবাই তীরে উঠতে পারলেও রনি পানিতে তলিয়ে যায়। 

রনিকে না পেয়ে তার বন্ধুরা রনির চাচার বাড়িতে খবর দেয়। 

স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালানোর পর কোন সন্ধান না পেয়ে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘন্টা চেষ্টার পর ব্রিজের সামনে পানির নিচ থেকে রনির লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, লাশটি স্থানীয় জনপ্রতিনিধি ও দোহার থানা পুলিশের উপস্থিতিতে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকলে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি