ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

উত্তাল সাগরে তিন দিনে ট্রলার ডুবে ১৯ জেলে নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ১১ আগস্ট ২০২২

সম্প্রতি উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একাধিক মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ১৯ জেলে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত ৮ আগস্ট থেকে কক্সবাজার, ভোলা, পটুয়াখালী জেলার ৬টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ১৯ জেলে নিখোঁজ হন। ইতোমধ্যে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড সদস্যরা।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি