বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব অব্যাহত, উত্তাল সাগর
প্রকাশিত : ১২:২১, ১১ আগস্ট ২০২২
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।
গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা ও মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পূর্নিমার জোয়ের প্রভাবে কুয়াকাটা-কলাপাড়া এলাকায় নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে।
পানি প্রবশে করে তলিয়ে গেছে নিম্নাঞ্চলসহ অর্ধশতাধিক গ্রাম। কলাপাড়ার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমন আশঙ্কায় পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
বিরূপ আবহাওয়ার কারণে প্রায় দুই হাজার মাছধরা ট্রলার নিয়ে জেলেরা মৎস্য বন্দর মহিপুর-আলীপুরে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
এদিকে সমুদ্রের প্রকৃত রূপ দেখতে কুয়াকাটা সৈকতে ভিড় করছেন দর্শনার্থীরা।
এএইচ
আরও পড়ুন