ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ১১ আগস্ট ২০২২

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় শওকত হোসেন নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত শওকত হোসেন জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বায়েনপাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের পহেলা জানুয়ারি রাতে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি চালায় পুলিশ। সে সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শ্রাবন্তি এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসের যাত্রী শওকত হোসেনকে সন্দেহ হলে তার শরীর তল্লাশী করা হয়। 

এ সময় তার কোমড়ে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালতের মাধ্যমে তাকে করাগারে প্রেরণ করা হয়। 

দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি