ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

দুই রোহিঙ্গা নিহতের ঘটনায় মামলা, ৩ আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ১১ আগস্ট ২০২২

কক্সবাজারে উখিয়ার বালুখালির জামতলী রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করে এপিবিএন। এর আগে বুধবার রাত ১টায় উখিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ এবং আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত দেখিয়ে এ মামলা দায়ের করেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন।

গ্রেপ্তারকৃতরা হলেন সাহ মিয়া (৩২), মো. সোয়াইব ( ১৯) ও জাফর আলম (৫৪)। এরা তিনজনই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলি এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব (৫০) এবং সাব-মাঝি সৈয়দ হোসেন (৪৩) নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। 

পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এরই মধ্যে রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি