কবুতর ধরতে গিয়ে প্রাণ গেল নিরাপত্তা কর্মীর
প্রকাশিত : ১৭:৫৫, ১২ আগস্ট ২০২২
নাটোরের বড়াইগ্রামে হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বসা কবুতর ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারেক বাবু (২০) নামে বনলতা অটো ইটভাটার এক নিরাপত্তা কর্মী।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাচুটিয়া এলাকায় বনলতা অটো ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
তারেক বাবু দিনাজপুরের নবাবগঞ্জ থানার মধ্যম মাগুড়া গ্রামের আজাদ আলীর ছেলে। তিনি ম্যাকসন সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে বনলতা অটো ইটভাটায় নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদ আলী ভাটা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, প্রতিরাতেই কিছু কবুতর ইটভাটা সংলগ্ন ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে রাত্রীযাপন করে। তারেক বাবু সেগুলো ধরার জন্য মনস্থির করেন। সেই মোতাবেক গত রাত দুইটার দিকে পোল বেয়ে তারে বসে থাকা কবুতর ধরতে যায় তারেক বাবু। এসময় তিনি আকস্মিক বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
উপ-পরিদর্শক জাহিদ আলী আরও জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার কারণ অনুসন্ধান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এনএস//
আরও পড়ুন