ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ১২ আগস্ট ২০২২ | আপডেট: ২০:০২, ১২ আগস্ট ২০২২

বঙ্গোপসাগরে ৩নং সংকেতের কারণে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা, ডালচর ও চরগাসিয়ার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। চারপাশে কোন বেড়িবাঁধ না থাকায় গত তিনদিন ধরে জোয়ারের পানি প্রবেশ করে পানি বন্ধি হয়ে আছে নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ডের সবগুলো গ্রাম। প্রধান সড়ক, বাজারগুলো পানিতে প্লাবিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানি ডুকে পড়েছে বাড়িগুলোতে। গতকয়েক দিনের জোয়ারে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিনের ন্যায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অস্বাভাবিক জোয়ার শুরু হলে জোয়ারের পানিতে হাতিয়ার নিন্মাঞ্চলগুলো প্লাবিত হয়। নিঝুম দ্বীপের সড়কগুলো ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। কয়েকটি সড়কে পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে চলাচল করলেও বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিঝুমদ্বীপে প্রায় ৪০ হাজার লোকের বসবাস। ইউনিয়নটির সাগরের একবারে কাছে হলেও নেই কোন বেড়িবাঁধ। যার ফলে জোয়ারের সময় চারদিক দিয়ে একসঙ্গে পানি নিঝুমদ্বীপের প্রতিটি ওয়ার্ডে প্রবেশ করে। এ ইউনিয়নের মানুষগুলো গত কয়েকদিন ধরে পানি বন্ধি হয়ে আছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি