ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৭, ১২ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা সংসদের সাংস্কৃতিক উপ-পরিষদ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম। 

অনুষ্ঠানে অংশ নেন, শিল্পী তুষারকান্ত ভট্রাচার্য, সুচরিতা দেব, শাহ্নাজ ডলি, সুরভি কেরকেটা, মাহমুদা আখতার, আছিয়া আখতারা জামান ক্যামি, হাবিবা বেগম, রাজন ঠাকুর, জ্যোতিষ চন্দ্র বর্মণ, কণক রায়। কবিতা আবৃত্তি করেন, অমল টিক্কু, রাফিক আহ্নাজ ও ননী গোপাল বর্মণ।

এসময় সংগঠনের উপদেষ্ঠা আবু মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক সকলকে শুভেচ্ছা জানান।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি