ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তেল দেয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণ, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১৩ আগস্ট ২০২২ | আপডেট: ০৮:৫০, ১৩ আগস্ট ২০২২

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় তেল দেয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা খুচরা তেল ব্যবসায়ী। ঘটনার সময় তারা ওই পাম্প থেকে তেল কিনতে এসেছিলেন। তারা হলেন- দৌলতপুর উপজেলার দিঘলকান্তি গ্রামের সাহাজউদ্দিনের ছেলে সাহাজুল (২৪) ও একই এলাকার তহিদুল ইসলামের ছেলে বিজয় (১৮)। 

আহতরা বর্তমানে কুষ্টিয়া ২৫০ শর্য্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে তেল দেয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দু’জন মারা গেছেন, দ্বগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। আগুণ নিয়ন্ত্রণে আনা হয়েছে, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

তবে ত্রুটিপুর্ণ তেল মেশিনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি