গাজীপুরে আগুনে পুরে গেছে ৪০টি ঘর
প্রকাশিত : ০৯:০৮, ১৩ আগস্ট ২০২২
গাজীপুরের ভোগড়ার পেয়ারা বাগান এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির অন্তত ৪০টি ঘর। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সন্ধ্যার পর এই আগুনের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া জানান, সন্ধ্যায় দিকে পেয়ারা বাগান এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই সেই আগুন কলোনির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে টিনসডের তৈরি দুটি কলোনির অন্তত ৪০টি ঘর ও এসব ঘরের মালামাল আগুনে পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এএইচ
আরও পড়ুন